Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

content publishing guideline

আর্টিকেল পাবলিশ করার পূর্বে যেসব বিষয় খেয়াল করা উচিত

Hello Blogger Friends, আপনার সাথে কি এমন হয়েছে, আপনি আর্টিকেল পাবলিশ করার পর ভাবেন কিছু বাদ পরে গেল নাকি? আরো মনে করেন ওই পোষ্টের মধ্যে কিছু সমস্যা আছে বুঝি! এরকম আগে প্রায় সময় আমার সাথেও হতো, কারণ কোন কিছু রিসার্চ না করেই লিখতে বসতাম, কোথায় কি কি লিখতাম নিজেই জানতাম না।

পোষ্ট পাবলিশ করার পর ভাবতাম, আরো কিছু ভিতরে এড করলে ভাল হত, আপনারো যদি এমন সমস্যা হয়ে থাকে, তাহলে এই পোষ্টটি সম্পুর্ন পড়তে থাকুন, কারণ এখানে আমি শেয়ার করব আমি নিজে কিভাবে আমার আর্টিকেল গুলো SEO Optimized করে লিখি, Article Publish করার পূর্বে কোন কোন বিষয় খেয়ার রাখি।

আপনি যদি আপনার ব্লোগ সাইটে ভাল করে পোষ্ট পাবলিশ করতে চান, তাহলে পোষ্ট পাবলিশ করার পূর্বে নিচে দেয়া সব স্টেপ ভাল করে Follow করবেন।

যখন আমি কোন পোষ্ট লিখি, তখন সেটার একটা Format বানায় নেই, পোষ্টের মধ্যে কি কি কভার করব, কোন কোন হেডিং রাখব সব সাজায় রাখি। আপনিও যদি স্টেপ বাই স্টেপ Follow করে পোষ্ট লিখেন তাহলে সব হাই কুয়ালিটি আর্টিকেল হবে

এমন ভাবে লেখার চেষ্টা করবেন, যাতে Blog Post Publish করার পর আবার সাথে Edit করার প্রয়োজন না পরে। পোষ্ট সম্পুর্ন লেখার পরেই পাবলিশ করবেন। পাবলিশ করার পর যদি Edit করার প্রয়োজন পড়ে তাহলে করে নিতে পারেন কোন সমস্যা নেই।

আর্টিকেল পাবলিশ করার পূর্বে যেসব বিষয় খেয়াল রাখবেন

আর্টিকেল লেখা শুরু করতে হয় Keyword Follow করে, যে কীওয়ার্ড এ আপনি গুগলে রেংক করবেন। যে কিওয়ার্ডের টপিক ধরে লিখবেন, যেমন ” ওয়েবসাইট বানানোর পর কি কি করা উচিত ” সেই বিষয়ে ভাল করে জেনে নিতে হবে, তারপর পোষ্ট লেখা শুরু করতে হবে।

হাল্কা ভাবে কিছু পয়েন্ট দেখে নেই পোষ্ট পাবলিশ করার পূর্বে

  1. প্রথমে কিওয়ার্ড সিলেক্ট করে নিন।
  2. সেই টপিক সম্পর্কে ভাল করে সব বিষয়ে জেনে নিন।
  3. পোষ্ট লেখার পর ড্রাফটে সেভ করে রাখুন।
  4. বেসিক SEO করে নিন, Title, Focus Keyword, Meta Tag, Permalink, Image
  5. Proof Reading করে নিন।
  6. তারপর পাবলিশ করুন।

এসব বিষয় যদি এক এক করে আপনি Follow করে পোষ্ট লিখেন, তাহলে আপনার সব পোষ্ট অনেক কুয়ালিটিফুল হবে। পোষ্ট পাবলিশ করার পূর্বে ON Page SEO টাও ভাল করে দেখে নিবেন।

তো চলুন বিস্তারিত ভাবে জানি সব পয়েন্ট গুলো, পোষ্ট পাবলিশ করার সময় এই পয়েন্টগুলি দেখে নিবেন।

পোষ্ট টাইটেল সুন্দর করে লিখা

পোষ্ট পাবলিশ করার পূর্বে খেয়াল করে নিবেন, আপনার পোষ্টের টাইটেল কিরকম দিয়েছেন। চেষ্টা করবেন সবসময় আকর্ষনীয় টাইটেল দেয়ার, টাইটেল সুন্দর না হলে গুগলে রেংক করার পরেও কিন্তু আপনি ট্রাফিক পাবেন না।

এটিও খেয়াল রাখতে হবে, এমন কিছু টাইটেল এ লিখে দিলেন আকর্ষনীয় করার জন্য, যেটি পোষ্টের মধ্যেই নেই। তখন আপনার ওয়েবসাইটে খারাপ প্রভাব পড়বে।

তাই ছোট করে সুন্দর টাইটেল লিখবেন, যেটি দেখে সবাই ক্লিক করে, তাদের নির্ধারিত বিষয়গুলি জানতে পারে।

Grammar Spelling Mistake চেক করে নেয়া

Blog Post Publish করার পূর্বে পোষ্টের মধ্যে Grammar Mistake, ভুল বানান গুলি ঠিক করে নিবেন, অনেক ব্লোগার ভাই আছেন যারা এসব খেয়াল করেন না। যেটি আপনার ওয়েবসাইটের জন্য মারাত্বক ক্ষতিকর। কারণ কোন ভিজিটর আপনার পোষ্ট পড়তেছে, পড়ার সময় দেখতেছে বানানে অনেক ভুল, গ্রামার ঠিক নেই।

তখন খুব খারাপ Impression পড়বে। আপনার Affiliate Site হলে সেখান থেকে কিছু নেয়ার প্লান করলেও
পোষ্টের অবস্থা দেখে, অন্য ওয়েব পেজ ভিজিট করবে।

চাইলে আপনি আপনার কোন পরিচিত ছোট ভাই, অথবা Family Member এর কাউকে দিয়ে Proof Reading করে নিতে পারেন। তারপর যতগুলো ভুল আছে সেগুলো ঠিক করে নিলেন। অথবা আপনি পোষ্ট ড্রাফটে সেভ করে ৩/৪ ঘন্টা পর ঠান্ডা মাথায় পোষ্টটি পড়তে থাকবেন একজন রিডার হিসাবে। কোথাও কিছু ভুল দেখতে পেলে সাথে Currection করে নিবেন।

ছোট ছোট প্যারা করে লিখা

পোষ্ট লেখার সময় Short Paragraphs আকারে লেখার চেষ্টা করবেন, যাতে ভিজিটর পড়ার সময় Comfortable Feel করবে, পোষ্টের মধ্যে Heading, Sub Heading ব্যবহার করা জরুরি, পোষ্টটি দেখতেও সুন্দর লাগে, আর ভিজিটর পড়ার সময় সহজ ভাবে বুঝতে পারে।

পোষ্টের মধ্যে যেসব তথ্য দিতে চান, সব কিছু ক্লিয়ার ভাবে লেখার চেষ্টা করবেন, গুরুত্বপুর্ন কোন ওয়ার্ড হলে বোল্ড অথবা হাইলাইট করে দিতে পারেন।

পোষ্টের মধ্যে Internal Linking করা

যেকোন পোষ্ট লেখার সময় অবশ্যই interlinking করবেন, ইন্টার্নাল লিংক করার ফলে এক পোষ্ট থেকে অন্য পোষ্টে ট্রাফিক জুশ পাস হয়ে থাকে। যেটি ওয়েবসাইটের রেংকিংয়ে প্রভাব ফেলে এবং ওয়েবসাইটের Bounce Rate কমাতে সাহায্য করে।

Internal Link করার সময় খেয়াল রাখতে হবে, যেখানে লিংক দেয়া সম্ভব শুধু সেখানে লিংক দিবেন, সব খানে লিংক দেয়ার দরকার নেই, তখন পোষ্টের Format এ পরিবর্তন হয়ে যাবে। শুধু লিংকে দেখা যাবে।
যেটি গুগল খারাপ চোখে দেখবে।

Silo Structure Follow করলে সেভাবে Internal Link করার চেষ্টা করবেন, যাতে সাইলো স্ট্রাকচার নষ্ট না হয়।

Category ব্যবহার করা

আপানার পোষ্টের জন্য Relative Category ব্যবহার করা, যার ফলে ভিজিটর সেই ক্যাটাগরিতে আরো কি কি পোষ্ট আছে সব পড়তে পারবে, ওয়েবসাইটের ডুরেশন টাইম বৃদ্ধি পাবে।

এক পোষ্টের মধ্যে বেশি পরিমান ক্যাটাগরি ব্যবহার করবেন না, চেষ্টা করবেন ২ টা থেকে ৩টার মধ্যে রাখার।

Image Alt Tags ব্যবহার করা

পোষ্টের মধ্যে কম করে হলেও একটি ইমেজ ব্যবহার করতে হবে এবং সেটির মধ্যে Alt Tags দিতে হবে।

Google Image Read করতে পারে না যে ইমেজটি কোন বিষয়ের, Alt Tags Search Engine কে জানায় ইমেজটা কোন বিষয়ের। এজন্য পোষ্টের মধ্যে Alt Tags দেয়া জরুরি।

Focus Keyword পোষ্টের মধ্যে ব্যবহার করা

Keyword দিয়ে পোষ্ট / ওয়েবসাইট রেংক করাতে হয়, সেজন্য পোষ্টের মধ্যে Focus Keyword ব্যবহার করা জরুরি।

যে কিওয়ার্ড Follow করে পোষ্ট লিখতেছেন, সেটি পোষ্টের মধ্যে হুবুহু ২/৩ বার দেয়ার চেষ্টা করবেন। কতবার লিখবেন সেটা অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে, সবার মতামত ভিন্ন, কেউ ১ হাজার ওয়ার্ডের মধ্যে ১ বার ব্যবহার করতে বলে, কেউ বা ২ বার।

নরমালি লেখার সময় যত যায়গায় লিখতে পারেন দিয়ে দিবেন কিন্তু Keyword Stuffing করতে যাইয়েন না।

Focus Keyword ব্যবহার করবেন Poster Title, permalink, Meta Discription, Post এর প্রথম paragraph ১৫০ লাইনের মধ্যে।

Call To Action ব্যবহার করা পোষ্টের মধ্যে

পোষ্টের শেষের দিকে CTA মানে Call To Action ব্যবহার করতে ভুলবেন না। কারণ Call To Action এর সাহায্য ভিজিটর ঐ পোষ্ট পড়ার পর কি করতে চায়, যেমন আপনি যদি কোন প্রডাক্টের রিভিউ লিখে থাকেন, তাহলে আপনি চাবেন ভিজিটর পোষ্টটি পড়ে একটি Dicission নিয়ে প্রডাক্টটি ক্রয় করুক।

অথবা Call To Action ব্যবহার করে পোষ্টের মধ্যে কমেন্ট নিতে পারেন, Newsletter এ Subscribe করায় নিতে পারেন।

অন্য ওয়েবসাইটের আর্টিকেল পোষ্টের মধ্যে না লিখা

উপরের পয়েন্টের মধ্যে কিছু বাদ দিলেই, এই পয়েন্টটি Must Be Follow করতে হবে। Copy Content কখনোই পোষ্টের মধ্যে ব্যবহার করা যাবে না

যখন পোষ্ট লিখবেন তখন নিজের মত করে সব লেখার চেষ্টা করবেন, বাকিরা কিভাবে লিখছে সেখান থেকে শুধু আইডিয়া নিবেন। তারা কোন কোন টপিক কভার করেছে, কিরকম হেডিং ব্যবহার করেছে সেগুলো নোট করে নিবেন।

অন্য ওয়েবসাইট থেকে কনটেন্ট কপি করা মানে, নিজের পায়ে নিজে কুড়াল মারার মত অবস্থা
তাই কপি করা থেকে ১০০ হাত দূরে থাকবেন।

পোষ্টের মধ্যে সব কিছু কভার করা

যে বিষয়ে পোষ্ট লিখতেছেন Indepth সবকিছু কভার করার চেষ্টা করবেন, যাতে কোন কিছু বাদ না যায়। পোষ্ট লেখার পর একটু ভাল করে দেখে নিবেন, যে টপিক নিয়ে লিখতেছেন একজন ইউজার হিসাবে সব কিছু দেয়া আছে কিনা।

ভিজিটর হিসাবে পড়তে থাকুন, যেই বিষয় জানতে চাচ্ছেন তা এই পোষ্টের মধ্যে পাচ্ছেন কিনা, কোথাও কোন সমস্যা মনে হলে ঠিক করে নিন।

Permalink SEO এর জন্য অনেক জরুরি, চেষ্টা করবেন ছোট করে পার্মালিংক লেখার, যাতে দেখেই বুঝা যায় এই পোষ্টটি কোন বিষয়ে।

আপনি যদি পার্মালিংক না দেন, তাহলে ডিফল্ট ভাবে পোষ্ট টাইটেল পার্মালিংক হয়ে যাবে, যেটি অনেক বড় অগছালো লাগবে।

পোষ্ট পাবলিশ করার পর URL Changle করলে অনেক সময় 404 Error দেখতে পাবেন, যেটি ওয়েবসাইটের জন্য ভাল না, তাই চেষ্টা করবেন পোষ্ট পাবলিশ করার পূর্বেই Permalink Change করার।

Blogger.com এ যেসব ওয়েবসাইট আছে সেগুলো তো Publish করার পর আর Edit করতে পারবেন না।

শেষকথা

সম্পুর্ন পোষ্ট পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই কয়টি পয়েন্ট আর্টিকেল পাবলিশ করার পূর্বে অবশ্যই চেক করে নিবেন, প্রত্যেকটি স্টেপ সঠিক ভাবে Follow করলে আপনার সব পোষ্ট পড়তে ভাল লাগবে এমনকি গুগলেও রেংক পেতে সাহায্য করবে।

আশা করি পোষ্টটি আপনার ভাল লেগেছে, শেয়ার করতে পারেন আপনার ব্লোগার বন্ধুদের সাথে, আর কেমন লেগেছে টিপস গুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।

3,347 Comments

  1. 1xBet является очень известных на рынке. 1xbet на сегодня Большой выбор спортивных и киберспортивных событий, множество открытых линий, высочайшие коэффициенты. Также, БК имеет обширный функционал и немногие дает возможность совершать ставки по уникальным промокодам. Используя промокоды, вы можете получить настоящие деньги, не внося абсолютно никаких средств. Это реально! Узнать актуальный промокод вы можете прямо сейчас, однако использовать его необходимо в соответствии с правилами и инструкциями, которые приведены ниже.

  2. জেভিল 5.0 স্বয়ংক্রিয়ভাবে বেশিরভাগ ধরণের ক্যাপচা সমাধান করে,
    এ জাতীয় ক্যাপচা সহ: ReCaptcha-2, ReCaptcha-3, Hotmail, Google, Solve Media, BitcoinFaucet, Steam, +12k
    + hCaptcha, ReCaptcha Enterprize, Fun Captcha নতুন জেভিল 6.0 এ সমর্থিত!

    1.) দ্রুত, সহজ, সুনির্দিষ্টভাবে
    জেভিল বিশ্বের দ্রুততম ক্যাপচা হত্যাকারী. তার কোন সমাধান সীমা, কোন থ্রেড সংখ্যা সীমা আছে
    আপনি প্রতিদিন 1.000.000.000 ক্যাপচা সমাধান করতে পারেন এবং এটির জন্য 0 (শূন্য) মার্কিন ডলার ব্যয় হবে! শুধু জন্য লাইসেন্স কিনতে 59 ডলার এবং সব!

    2.) বেশ কয়েকটি এপিআই সমর্থন
    জেভিল 6 টিরও বেশি বিভিন্ন, বিশ্বব্যাপী পরিচিত এপিআই সমর্থন করে: 2Captcha, anti-captcha (antigate), rucaptcha.com, DeathByCaptcha, etc.
    এইচটিটিপি অনুরোধের মাধ্যমে কেবল আপনার ক্যাপচাটি প্রেরণ করুন, কারণ আপনি যে কোনও পরিষেবাতে প্রেরণ করতে পারেন-এবং জেভিল আপনার ক্যাপচাটি সমাধান করবে!
    সুতরাং, এক্সভিল এসইও/এসএমএম/পাসওয়ার্ড পুনরুদ্ধার/পার্সিং/পোস্টিং/ক্লিক/ক্রিপ্টোকারেন্সি/ইত্যাদির জন্য শত শত অ্যাপ্লিকেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ

    3.) দরকারী সমর্থন এবং ম্যানুয়াল
    কেনার পরে, আপনি একটি ব্যক্তিগত প্রযুক্তি অ্যাক্সেস পেয়েছেন.সাপোর্ট ফোরাম, উইকি, স্কাইপ / টেলিগ্রাম অনলাইন সমর্থন
    বিকাশকারীরা বিনামূল্যে এবং খুব দ্রুত আপনার ক্যাপচায় জেভিলকে প্রশিক্ষণ দেবে – কেবল তাদের উদাহরণ প্রেরণ করুন

    4.) জেভিল পূর্ণ সংস্করণ বিনামূল্যে ট্রায়াল ব্যবহার পেতে কিভাবে?
    – গুগলে অনুসন্ধান করুন “Home of XEvil”
    – আপনি জেভিল ব্যবহারকারীদের খোলা পোর্ট 80 সহ আইপিএস পাবেন (নিশ্চিত করতে যে কোনও আইপিতে ক্লিক করুন)
    – আপনার ক্যাপচাটি 2 ক্যাপচা এপিআই আইএনওর মাধ্যমে সেই আইপিগুলির মধ্যে একটি পাঠানোর চেষ্টা করুন
    – আপনি যদি খারাপ কী ত্রুটি পেয়ে থাকেন তবে কেবল অন্য আইপি ট্রু করুন
    – উপভোগ করুন! 🙂
    – (এটি এইচক্যাপচার জন্য কাজ করে না!)

    সতর্কতা: ফ্রি জেভিল ডেমো রিক্যাপচা, এইচসিএপচা এবং অন্যান্য ধরণের ক্যাপচা সমর্থন করে না!

    http://XEvil.Net/

  3. জেভিল 5.0 স্বয়ংক্রিয়ভাবে বেশিরভাগ ধরণের ক্যাপচা সমাধান করে,
    এ জাতীয় ক্যাপচা সহ: ReCaptcha-2, ReCaptcha v.3, Hotmail, Google captcha, SolveMedia, BitcoinFaucet, Steam, +12000
    + hCaptcha, ReCaptcha Enterprise, Fun Captcha নতুন জেভিল 6.0 এ সমর্থিত!

    1.) দ্রুত, সহজ, সুনির্দিষ্টভাবে
    জেভিল বিশ্বের দ্রুততম ক্যাপচা হত্যাকারী. তার কোন সমাধান সীমা, কোন থ্রেড সংখ্যা সীমা আছে
    আপনি প্রতিদিন 1.000.000.000 ক্যাপচা সমাধান করতে পারেন এবং এটির জন্য 0 (শূন্য) মার্কিন ডলার ব্যয় হবে! শুধু জন্য লাইসেন্স কিনতে 59 ডলার এবং সব!

    2.) বেশ কয়েকটি এপিআই সমর্থন
    জেভিল 6 টিরও বেশি বিভিন্ন, বিশ্বব্যাপী পরিচিত এপিআই সমর্থন করে: 2Captcha, anti-captcha (antigate), rucaptcha.com, DeathByCaptcha, etc.
    এইচটিটিপি অনুরোধের মাধ্যমে কেবল আপনার ক্যাপচাটি প্রেরণ করুন, কারণ আপনি যে কোনও পরিষেবাতে প্রেরণ করতে পারেন-এবং জেভিল আপনার ক্যাপচাটি সমাধান করবে!
    সুতরাং, এক্সভিল এসইও/এসএমএম/পাসওয়ার্ড পুনরুদ্ধার/পার্সিং/পোস্টিং/ক্লিক/ক্রিপ্টোকারেন্সি/ইত্যাদির জন্য শত শত অ্যাপ্লিকেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ

    3.) দরকারী সমর্থন এবং ম্যানুয়াল
    কেনার পরে, আপনি একটি ব্যক্তিগত প্রযুক্তি অ্যাক্সেস পেয়েছেন.সাপোর্ট ফোরাম, উইকি, স্কাইপ / টেলিগ্রাম অনলাইন সমর্থন
    বিকাশকারীরা বিনামূল্যে এবং খুব দ্রুত আপনার ক্যাপচায় জেভিলকে প্রশিক্ষণ দেবে – কেবল তাদের উদাহরণ প্রেরণ করুন

    4.) জেভিল পূর্ণ সংস্করণ বিনামূল্যে ট্রায়াল ব্যবহার পেতে কিভাবে?
    – গুগলে অনুসন্ধান করুন “Home of XEvil”
    – আপনি জেভিল ব্যবহারকারীদের খোলা পোর্ট 80 সহ আইপিএস পাবেন (নিশ্চিত করতে যে কোনও আইপিতে ক্লিক করুন)
    – আপনার ক্যাপচাটি 2 ক্যাপচা এপিআই আইএনওর মাধ্যমে সেই আইপিগুলির মধ্যে একটি পাঠানোর চেষ্টা করুন
    – আপনি যদি খারাপ কী ত্রুটি পেয়ে থাকেন তবে কেবল অন্য আইপি ট্রু করুন
    – উপভোগ করুন! 🙂
    – (এটি এইচক্যাপচার জন্য কাজ করে না!)

    সতর্কতা: ফ্রি জেভিল ডেমো রিক্যাপচা, এইচসিএপচা এবং অন্যান্য ধরণের ক্যাপচা সমর্থন করে না!

    http://xrumersale.site/

  4. জেভিল 6.0 স্বয়ংক্রিয়ভাবে বেশিরভাগ ধরণের ক্যাপচা সমাধান করুন,
    এ জাতীয় ক্যাপচা সহ: ReCaptcha-2, ReCaptcha v.3, Hotmail, Google, SolveMedia, BitcoinFaucet, Steam, +12k
    + hCaptcha, ReCaptcha Enterprise, FunCaptcha নতুন জেভিল 6.0 এ সমর্থিত!

    1.) দ্রুত, সহজ, সুনির্দিষ্টভাবে
    জেভিল বিশ্বের দ্রুততম ক্যাপচা হত্যাকারী. তার কোন সমাধান সীমা, কোন থ্রেড সংখ্যা সীমা আছে
    আপনি প্রতিদিন 1.000.000.000 ক্যাপচা সমাধান করতে পারেন এবং এটির জন্য 0 (শূন্য) মার্কিন ডলার ব্যয় হবে! শুধু জন্য লাইসেন্স কিনতে 59 ডলার এবং সব!

    2.) বেশ কয়েকটি এপিআই সমর্থন
    জেভিল 6 টিরও বেশি বিভিন্ন, বিশ্বব্যাপী পরিচিত এপিআই সমর্থন করে: 2Captcha, anti-captchas.com (antigate), RuCaptcha, DeathByCaptcha, etc.
    এইচটিটিপি অনুরোধের মাধ্যমে কেবল আপনার ক্যাপচাটি প্রেরণ করুন, কারণ আপনি যে কোনও পরিষেবাতে প্রেরণ করতে পারেন-এবং জেভিল আপনার ক্যাপচাটি সমাধান করবে!
    সুতরাং, এক্সভিল এসইও/এসএমএম/পাসওয়ার্ড পুনরুদ্ধার/পার্সিং/পোস্টিং/ক্লিক/ক্রিপ্টোকারেন্সি/ইত্যাদির জন্য শত শত অ্যাপ্লিকেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ

    3.) দরকারী সমর্থন এবং ম্যানুয়াল
    কেনার পরে, আপনি একটি ব্যক্তিগত প্রযুক্তি অ্যাক্সেস পেয়েছেন.সাপোর্ট ফোরাম, উইকি, স্কাইপ / টেলিগ্রাম অনলাইন সমর্থন
    বিকাশকারীরা বিনামূল্যে এবং খুব দ্রুত আপনার ক্যাপচায় জেভিলকে প্রশিক্ষণ দেবে – কেবল তাদের উদাহরণ প্রেরণ করুন

    4.) জেভিল পূর্ণ সংস্করণ বিনামূল্যে ট্রায়াল ব্যবহার পেতে কিভাবে?
    – গুগলে অনুসন্ধান করুন “Home of XEvil”
    – আপনি জেভিল ব্যবহারকারীদের খোলা পোর্ট 80 সহ আইপিএস পাবেন (নিশ্চিত করতে যে কোনও আইপিতে ক্লিক করুন)
    – আপনার ক্যাপচাটি 2 ক্যাপচা এপিআই আইএনওর মাধ্যমে সেই আইপিগুলির মধ্যে একটি পাঠানোর চেষ্টা করুন
    – আপনি যদি খারাপ কী ত্রুটি পেয়ে থাকেন তবে কেবল অন্য আইপি ট্রু করুন
    – উপভোগ করুন! 🙂
    – (এটি এইচক্যাপচার জন্য কাজ করে না!)

    সতর্কতা: ফ্রি জেভিল ডেমো রিক্যাপচা, এইচসিএপচা এবং অন্যান্য ধরণের ক্যাপচা সমর্থন করে না!

    http://XEvil.Net/

  5. জেভিল 6.0 স্বয়ংক্রিয়ভাবে বেশিরভাগ ধরণের ক্যাপচা সমাধান করুন,
    এ জাতীয় ক্যাপচা সহ: ReCaptcha-2, ReCaptcha-3, Hotmail (Microsoft), Google captcha, SolveMedia, BitcoinFaucet, Steam, +12000
    + hCaptcha, ReCaptcha Enterprise, FunCaptcha নতুন জেভিল 6.0 এ সমর্থিত!

    1.) দ্রুত, সহজ, সুনির্দিষ্টভাবে
    জেভিল বিশ্বের দ্রুততম ক্যাপচা হত্যাকারী. তার কোন সমাধান সীমা, কোন থ্রেড সংখ্যা সীমা আছে
    আপনি প্রতিদিন 1.000.000.000 ক্যাপচা সমাধান করতে পারেন এবং এটির জন্য 0 (শূন্য) মার্কিন ডলার ব্যয় হবে! শুধু জন্য লাইসেন্স কিনতে 59 ডলার এবং সব!

    2.) বেশ কয়েকটি এপিআই সমর্থন
    জেভিল 6 টিরও বেশি বিভিন্ন, বিশ্বব্যাপী পরিচিত এপিআই সমর্থন করে: 2Captcha, anti-captchas.com (antigate), rucaptcha.com, death-by-captcha, etc.
    এইচটিটিপি অনুরোধের মাধ্যমে কেবল আপনার ক্যাপচাটি প্রেরণ করুন, কারণ আপনি যে কোনও পরিষেবাতে প্রেরণ করতে পারেন-এবং জেভিল আপনার ক্যাপচাটি সমাধান করবে!
    সুতরাং, এক্সভিল এসইও/এসএমএম/পাসওয়ার্ড পুনরুদ্ধার/পার্সিং/পোস্টিং/ক্লিক/ক্রিপ্টোকারেন্সি/ইত্যাদির জন্য শত শত অ্যাপ্লিকেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ

    3.) দরকারী সমর্থন এবং ম্যানুয়াল
    কেনার পরে, আপনি একটি ব্যক্তিগত প্রযুক্তি অ্যাক্সেস পেয়েছেন.সাপোর্ট ফোরাম, উইকি, স্কাইপ / টেলিগ্রাম অনলাইন সমর্থন
    বিকাশকারীরা বিনামূল্যে এবং খুব দ্রুত আপনার ক্যাপচায় জেভিলকে প্রশিক্ষণ দেবে – কেবল তাদের উদাহরণ প্রেরণ করুন

    4.) জেভিল পূর্ণ সংস্করণ বিনামূল্যে ট্রায়াল ব্যবহার পেতে কিভাবে?
    – গুগলে অনুসন্ধান করুন “Home of XEvil”
    – আপনি জেভিল ব্যবহারকারীদের খোলা পোর্ট 80 সহ আইপিএস পাবেন (নিশ্চিত করতে যে কোনও আইপিতে ক্লিক করুন)
    – আপনার ক্যাপচাটি 2 ক্যাপচা এপিআই আইএনওর মাধ্যমে সেই আইপিগুলির মধ্যে একটি পাঠানোর চেষ্টা করুন
    – আপনি যদি খারাপ কী ত্রুটি পেয়ে থাকেন তবে কেবল অন্য আইপি ট্রু করুন
    – উপভোগ করুন! 🙂
    – (এটি এইচক্যাপচার জন্য কাজ করে না!)

    সতর্কতা: ফ্রি জেভিল ডেমো রিক্যাপচা, এইচসিএপচা এবং অন্যান্য ধরণের ক্যাপচা সমর্থন করে না!

    http://XEvil.Net/

  6. জেভিল 5.0 স্বয়ংক্রিয়ভাবে বেশিরভাগ ধরণের ক্যাপচা সমাধান করে,
    এ জাতীয় ক্যাপচা সহ: ReCaptcha-2, ReCaptcha v.3, Hotmail (Microsoft), Google captcha, SolveMedia, BitcoinFaucet, Steam, +12000
    + hCaptcha, ReCaptcha Enterprize, Fun Captcha নতুন জেভিল 6.0 এ সমর্থিত!

    1.) দ্রুত, সহজ, সুনির্দিষ্টভাবে
    জেভিল বিশ্বের দ্রুততম ক্যাপচা হত্যাকারী. তার কোন সমাধান সীমা, কোন থ্রেড সংখ্যা সীমা আছে
    আপনি প্রতিদিন 1.000.000.000 ক্যাপচা সমাধান করতে পারেন এবং এটির জন্য 0 (শূন্য) মার্কিন ডলার ব্যয় হবে! শুধু জন্য লাইসেন্স কিনতে 59 ডলার এবং সব!

    2.) বেশ কয়েকটি এপিআই সমর্থন
    জেভিল 6 টিরও বেশি বিভিন্ন, বিশ্বব্যাপী পরিচিত এপিআই সমর্থন করে: 2captcha.com, anti-captcha (antigate), RuCaptcha, DeathByCaptcha, etc.
    এইচটিটিপি অনুরোধের মাধ্যমে কেবল আপনার ক্যাপচাটি প্রেরণ করুন, কারণ আপনি যে কোনও পরিষেবাতে প্রেরণ করতে পারেন-এবং জেভিল আপনার ক্যাপচাটি সমাধান করবে!
    সুতরাং, এক্সভিল এসইও/এসএমএম/পাসওয়ার্ড পুনরুদ্ধার/পার্সিং/পোস্টিং/ক্লিক/ক্রিপ্টোকারেন্সি/ইত্যাদির জন্য শত শত অ্যাপ্লিকেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ

    3.) দরকারী সমর্থন এবং ম্যানুয়াল
    কেনার পরে, আপনি একটি ব্যক্তিগত প্রযুক্তি অ্যাক্সেস পেয়েছেন.সাপোর্ট ফোরাম, উইকি, স্কাইপ / টেলিগ্রাম অনলাইন সমর্থন
    বিকাশকারীরা বিনামূল্যে এবং খুব দ্রুত আপনার ক্যাপচায় জেভিলকে প্রশিক্ষণ দেবে – কেবল তাদের উদাহরণ প্রেরণ করুন

    4.) জেভিল পূর্ণ সংস্করণ বিনামূল্যে ট্রায়াল ব্যবহার পেতে কিভাবে?
    – গুগলে অনুসন্ধান করুন “Home of XEvil”
    – আপনি জেভিল ব্যবহারকারীদের খোলা পোর্ট 80 সহ আইপিএস পাবেন (নিশ্চিত করতে যে কোনও আইপিতে ক্লিক করুন)
    – আপনার ক্যাপচাটি 2 ক্যাপচা এপিআই আইএনওর মাধ্যমে সেই আইপিগুলির মধ্যে একটি পাঠানোর চেষ্টা করুন
    – আপনি যদি খারাপ কী ত্রুটি পেয়ে থাকেন তবে কেবল অন্য আইপি ট্রু করুন
    – উপভোগ করুন! 🙂
    – (এটি এইচক্যাপচার জন্য কাজ করে না!)

    সতর্কতা: ফ্রি জেভিল ডেমো রিক্যাপচা, এইচসিএপচা এবং অন্যান্য ধরণের ক্যাপচা সমর্থন করে না!

    http://xrumersale.site/

  7. জেভিল 6.0 স্বয়ংক্রিয়ভাবে বেশিরভাগ ধরণের ক্যাপচা সমাধান করুন,
    এ জাতীয় ক্যাপচা সহ: ReCaptcha v.2, ReCaptcha v.3, Hotmail (Microsoft), Google captcha, SolveMedia, BitcoinFaucet, Steam, +12k
    + hCaptcha, ReCaptcha Enterprize, FunCaptcha নতুন জেভিল 6.0 এ সমর্থিত!

    1.) দ্রুত, সহজ, সুনির্দিষ্টভাবে
    জেভিল বিশ্বের দ্রুততম ক্যাপচা হত্যাকারী. তার কোন সমাধান সীমা, কোন থ্রেড সংখ্যা সীমা আছে
    আপনি প্রতিদিন 1.000.000.000 ক্যাপচা সমাধান করতে পারেন এবং এটির জন্য 0 (শূন্য) মার্কিন ডলার ব্যয় হবে! শুধু জন্য লাইসেন্স কিনতে 59 ডলার এবং সব!

    2.) বেশ কয়েকটি এপিআই সমর্থন
    জেভিল 6 টিরও বেশি বিভিন্ন, বিশ্বব্যাপী পরিচিত এপিআই সমর্থন করে: 2captcha.com, anti-captcha (antigate), RuCaptcha, death-by-captcha, etc.
    এইচটিটিপি অনুরোধের মাধ্যমে কেবল আপনার ক্যাপচাটি প্রেরণ করুন, কারণ আপনি যে কোনও পরিষেবাতে প্রেরণ করতে পারেন-এবং জেভিল আপনার ক্যাপচাটি সমাধান করবে!
    সুতরাং, এক্সভিল এসইও/এসএমএম/পাসওয়ার্ড পুনরুদ্ধার/পার্সিং/পোস্টিং/ক্লিক/ক্রিপ্টোকারেন্সি/ইত্যাদির জন্য শত শত অ্যাপ্লিকেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ

    3.) দরকারী সমর্থন এবং ম্যানুয়াল
    কেনার পরে, আপনি একটি ব্যক্তিগত প্রযুক্তি অ্যাক্সেস পেয়েছেন.সাপোর্ট ফোরাম, উইকি, স্কাইপ / টেলিগ্রাম অনলাইন সমর্থন
    বিকাশকারীরা বিনামূল্যে এবং খুব দ্রুত আপনার ক্যাপচায় জেভিলকে প্রশিক্ষণ দেবে – কেবল তাদের উদাহরণ প্রেরণ করুন

    4.) জেভিল পূর্ণ সংস্করণ বিনামূল্যে ট্রায়াল ব্যবহার পেতে কিভাবে?
    – গুগলে অনুসন্ধান করুন “Home of XEvil”
    – আপনি জেভিল ব্যবহারকারীদের খোলা পোর্ট 80 সহ আইপিএস পাবেন (নিশ্চিত করতে যে কোনও আইপিতে ক্লিক করুন)
    – আপনার ক্যাপচাটি 2 ক্যাপচা এপিআই আইএনওর মাধ্যমে সেই আইপিগুলির মধ্যে একটি পাঠানোর চেষ্টা করুন
    – আপনি যদি খারাপ কী ত্রুটি পেয়ে থাকেন তবে কেবল অন্য আইপি ট্রু করুন
    – উপভোগ করুন! 🙂
    – (এটি এইচক্যাপচার জন্য কাজ করে না!)

    সতর্কতা: ফ্রি জেভিল ডেমো রিক্যাপচা, এইচসিএপচা এবং অন্যান্য ধরণের ক্যাপচা সমর্থন করে না!

    http://xrumersale.site/

  8. জেভিল 5.0 স্বয়ংক্রিয়ভাবে বেশিরভাগ ধরণের ক্যাপচা সমাধান করে,
    এ জাতীয় ক্যাপচা সহ: ReCaptcha-2, ReCaptcha-3, Hotmail (Microsoft), Google captcha, Solve Media, BitcoinFaucet, Steam, +12000
    + hCaptcha, ReCaptcha Enterprise, Fun Captcha নতুন জেভিল 6.0 এ সমর্থিত!

    1.) দ্রুত, সহজ, সুনির্দিষ্টভাবে
    জেভিল বিশ্বের দ্রুততম ক্যাপচা হত্যাকারী. তার কোন সমাধান সীমা, কোন থ্রেড সংখ্যা সীমা আছে
    আপনি প্রতিদিন 1.000.000.000 ক্যাপচা সমাধান করতে পারেন এবং এটির জন্য 0 (শূন্য) মার্কিন ডলার ব্যয় হবে! শুধু জন্য লাইসেন্স কিনতে 59 ডলার এবং সব!

    2.) বেশ কয়েকটি এপিআই সমর্থন
    জেভিল 6 টিরও বেশি বিভিন্ন, বিশ্বব্যাপী পরিচিত এপিআই সমর্থন করে: 2captcha.com, anti-captchas.com (antigate), rucaptcha.com, death-by-captcha, etc.
    এইচটিটিপি অনুরোধের মাধ্যমে কেবল আপনার ক্যাপচাটি প্রেরণ করুন, কারণ আপনি যে কোনও পরিষেবাতে প্রেরণ করতে পারেন-এবং জেভিল আপনার ক্যাপচাটি সমাধান করবে!
    সুতরাং, এক্সভিল এসইও/এসএমএম/পাসওয়ার্ড পুনরুদ্ধার/পার্সিং/পোস্টিং/ক্লিক/ক্রিপ্টোকারেন্সি/ইত্যাদির জন্য শত শত অ্যাপ্লিকেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ

    3.) দরকারী সমর্থন এবং ম্যানুয়াল
    কেনার পরে, আপনি একটি ব্যক্তিগত প্রযুক্তি অ্যাক্সেস পেয়েছেন.সাপোর্ট ফোরাম, উইকি, স্কাইপ / টেলিগ্রাম অনলাইন সমর্থন
    বিকাশকারীরা বিনামূল্যে এবং খুব দ্রুত আপনার ক্যাপচায় জেভিলকে প্রশিক্ষণ দেবে – কেবল তাদের উদাহরণ প্রেরণ করুন

    4.) জেভিল পূর্ণ সংস্করণ বিনামূল্যে ট্রায়াল ব্যবহার পেতে কিভাবে?
    – গুগলে অনুসন্ধান করুন “Home of XEvil”
    – আপনি জেভিল ব্যবহারকারীদের খোলা পোর্ট 80 সহ আইপিএস পাবেন (নিশ্চিত করতে যে কোনও আইপিতে ক্লিক করুন)
    – আপনার ক্যাপচাটি 2 ক্যাপচা এপিআই আইএনওর মাধ্যমে সেই আইপিগুলির মধ্যে একটি পাঠানোর চেষ্টা করুন
    – আপনি যদি খারাপ কী ত্রুটি পেয়ে থাকেন তবে কেবল অন্য আইপি ট্রু করুন
    – উপভোগ করুন! 🙂
    – (এটি এইচক্যাপচার জন্য কাজ করে না!)

    সতর্কতা: ফ্রি জেভিল ডেমো রিক্যাপচা, এইচসিএপচা এবং অন্যান্য ধরণের ক্যাপচা সমর্থন করে না!

    http://xrumersale.site/

  9. জেভিল 5.0 স্বয়ংক্রিয়ভাবে বেশিরভাগ ধরণের ক্যাপচা সমাধান করে,
    এ জাতীয় ক্যাপচা সহ: ReCaptcha v.2, ReCaptcha v.3, Hotmail, Google, SolveMedia, BitcoinFaucet, Steam, +12k
    + hCaptcha, ReCaptcha Enterprize, FunCaptcha নতুন জেভিল 6.0 এ সমর্থিত!

    1.) দ্রুত, সহজ, সুনির্দিষ্টভাবে
    জেভিল বিশ্বের দ্রুততম ক্যাপচা হত্যাকারী. তার কোন সমাধান সীমা, কোন থ্রেড সংখ্যা সীমা আছে
    আপনি প্রতিদিন 1.000.000.000 ক্যাপচা সমাধান করতে পারেন এবং এটির জন্য 0 (শূন্য) মার্কিন ডলার ব্যয় হবে! শুধু জন্য লাইসেন্স কিনতে 59 ডলার এবং সব!

    2.) বেশ কয়েকটি এপিআই সমর্থন
    জেভিল 6 টিরও বেশি বিভিন্ন, বিশ্বব্যাপী পরিচিত এপিআই সমর্থন করে: 2Captcha, anti-captchas.com (antigate), rucaptcha.com, DeathByCaptcha, etc.
    এইচটিটিপি অনুরোধের মাধ্যমে কেবল আপনার ক্যাপচাটি প্রেরণ করুন, কারণ আপনি যে কোনও পরিষেবাতে প্রেরণ করতে পারেন-এবং জেভিল আপনার ক্যাপচাটি সমাধান করবে!
    সুতরাং, এক্সভিল এসইও/এসএমএম/পাসওয়ার্ড পুনরুদ্ধার/পার্সিং/পোস্টিং/ক্লিক/ক্রিপ্টোকারেন্সি/ইত্যাদির জন্য শত শত অ্যাপ্লিকেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ

    3.) দরকারী সমর্থন এবং ম্যানুয়াল
    কেনার পরে, আপনি একটি ব্যক্তিগত প্রযুক্তি অ্যাক্সেস পেয়েছেন.সাপোর্ট ফোরাম, উইকি, স্কাইপ / টেলিগ্রাম অনলাইন সমর্থন
    বিকাশকারীরা বিনামূল্যে এবং খুব দ্রুত আপনার ক্যাপচায় জেভিলকে প্রশিক্ষণ দেবে – কেবল তাদের উদাহরণ প্রেরণ করুন

    4.) জেভিল পূর্ণ সংস্করণ বিনামূল্যে ট্রায়াল ব্যবহার পেতে কিভাবে?
    – গুগলে অনুসন্ধান করুন “Home of XEvil”
    – আপনি জেভিল ব্যবহারকারীদের খোলা পোর্ট 80 সহ আইপিএস পাবেন (নিশ্চিত করতে যে কোনও আইপিতে ক্লিক করুন)
    – আপনার ক্যাপচাটি 2 ক্যাপচা এপিআই আইএনওর মাধ্যমে সেই আইপিগুলির মধ্যে একটি পাঠানোর চেষ্টা করুন
    – আপনি যদি খারাপ কী ত্রুটি পেয়ে থাকেন তবে কেবল অন্য আইপি ট্রু করুন
    – উপভোগ করুন! 🙂
    – (এটি এইচক্যাপচার জন্য কাজ করে না!)

    সতর্কতা: ফ্রি জেভিল ডেমো রিক্যাপচা, এইচসিএপচা এবং অন্যান্য ধরণের ক্যাপচা সমর্থন করে না!

    http://XEvil.Net/

  10. Сегодня на отечественном рынке представлен широкий ассортимент детских спортивных комплексов , которые различаются по размерам, функционалу и виду крепления. И чтобы правильно сориентироваться в таком море предложений, и выбрать тренажер который будет подходить именно вашему ребенку необходимо учитывать следующие критерии:У нас Вы можете приобрести:Иначе травматизма не избежать.
    Купить недорого уличные тренажеры.
    Подробное описание спортивная площадка купить здесь.
    Спортивные уличные тренажеры купить.
    Описание гимнастический комплекс уличный
    Деревянная детская площадка.

    При монтаже детских спортивных комплексов производится крепление при помощи металлических стержней и бетонирования согласно ГОСТам, что обеспечивает надежность и абсолютную устойчивость металлических конструкций, детские спортивно игровые комплексы.Бренд «Пионер» — металлические спортивные комплексы, отдельно стоящие качели и горки для индивидуального пользования. Они отличаются небольшими габаритами и тщательно проработанной конструкцией, позволяющей разместить на небольшой площади большое количество тренажеров: шведские стенки, канаты, гимнастические кольца, турники, спирали, баскетбольные корзины, качели и горки.Детский спортивный комплекс для дома SportWood Plus.

  11. Меланхолическое состояние способно пройти, не оставив после себя
    никаких существенных следов.
    Так оно постепенно вынуждает переживающего его человека пересмотреть свое отношение к реальности и
    в конечном итоге отделить сексуальное
    влечение от его объекта.
    Меланхолия подобна открытой ране на теле души:
    она способна поглотить все интенции внешнего мира и
    обезличить человека. Как вернуть интерес к жизни в любом возрасте

  12. আর্টিকেল পাবলিশ করার পূর্বে যেসব বিষয় খেয়াল করা উচিত | BanglaySob

    Омг Омг – официальный сайт крупнейшей в РФ площадки с интересными товарами. Сегодня Omg Omg онион работает без блокировок и гарантирует безопасность пользователей. Если ранее, для перехода требовалось соединение Omg Omg Tor, то сейчас не нужен даже ВПН. Актуальная ссылка ОмгОмг онион, по которой можно зайти на сайт https://xn--om-4na.com . И переход потребует только быстрой авторизации и ввода капчи, что может быть даже более простой задачей, чем вход на стандартный интернет-магазин. Мы же рекомендуем ответственно подходить к покупкам. Нужно тщательно рассматривать предложения от разных магазинов, смотреть на отзывы и репутацию. И в таком случае купить на Omg Omg вы сможете что угодно. При этом быстро и безопасно.

    омг onion
    omg тор

    [url=https://xn--mgmg-u0bc.com]omg tor[/url]

  13. Sitemiz üzerinden hesap çalmayla hiç uğraşmadan içerisinde UC’de bulunan pubg mobile
    hesaplarına ulaşabilirsiniz. En güncel yenilenen pubg
    mobile hesapları için bizi takip edin.

    PUBG Mobile hesap çalma konusu son derece ciddiye alınması
    gereken bir durumdur. Bu nedenle, güvenlik
    önlemlerini her zaman en üst seviyede tutmak ve şüpheli durumlarda hemen harekete geçmek önemlidir.
    Uygulanan doğru adımlarla birlikte, PUBG Mobile hesaplarının güvenliği sağlanabilir ve kullanıcıların keyifle oyun oynamalarına
    devam etmeleri mümkün olabilir.

    https://sites.google.com/view/pubg-mobile-hesap-calma/

  14. আর্টিকেল পাবলিশ করার পূর্বে যেসব বিষয় খেয়াল করা উচিত | BanglaySob

    Официальный сайт Омг Омг предлагает массу товаров и услуг на любой вкус. Здесь можно найти абсолютно все, о чем только можно подумать. А главное, проект не является простым магазином, а предоставляет посреднические услуги, работая в формате доски объявлений. Потому здесь можно найти большое количество продавцов, сравнить цены, посмотреть отзывы, оценить конкуренцию и подобрать наиболее подходящий для себя вариант. Остается только перейти на сайт Омг Омг по адресу https://xn--mgmg-u0bc.com . Сама площадка обеспечит вам безопасное пребывание, и поможет сохранить анонимность, даже без использования средства браузера Tor или VPN. Потому вы можете не беспокоится, и смело переходить на активное зеркало Омг Омг, ссылка которого указана выше.

    omg onion
    omg площадка

    [url=https://omgomgomg2j4yrf4mjdv3h5c5xfvxtqqs2in7smi65mjps7vwkmqmtqd.xyz]омг[/url]

  15. Güvenilir Bahis Siteleri Nelerdir?

    Güvenilir bahis siteleri, kullanıcıların güvenliğini ön planda tutan, lisanslı ve düzenlenen sitelerdir.
    Bu siteler, adil oyun politikaları ile birlikte, ödeme ve müşteri hizmetleri konularında da üstün kalite sunarlar.
    Ayrıca, güvenilir bahis siteleri, gizlilik politikalarına
    uygun hareket ederek, kullanıcı bilgilerinin korunmasını sağlarlar.

    https://sites.google.com/view/bahis-siteleri-bedava-bonus/

  16. Детский цветной спортивный комплекс для дома. Для раннего развития детей 1-5 лет. На таком спорткомплексе ребёнку есть чем занять себя в свободное время! Детский спортивный комплекс для дома KindWood Plus оснащён всеми игровыми элементами и спортивными атрибутами, необходимыми для полноценного развития ребёнка. Все эти спортивные атрибуты способствуют развитию ловкости и силы малыша, его мелкой моторики, реакции и координации движений. Характеристики Детский спортивный комплекс KindWood Color: Высота 150 см Ширина 85 см Длинна 132 см Материал Берёза Перекладины Бук Подробнее.Покупка дачного детского спортивного комплекса станет прекрасным решением данной проблемы и настоящим праздником для вашего ребенка, ведь вы подарите ему увлекательный мир, наполненный тайнами и приключениями.Зазнообразить игры своим детям, ненавязвиво развивать физически и социально своего ребенка легко с ДСК УХТЫШКА.
    [url=http://www.sportbiz.com.ua/Ulichnye-trenazhery] детские тренажеры на улице[/url] супер распродажа от сертифицированного производителя из дерева для детских садов профессиональные тренажеры для улицы . Производитель детских качелей Спортбиз доставку осуществляет к Вам домой по всей Украине : Житомир , Ивано-Франковск , Кропивницкий , Полтава , Сумы , Харьков , Хмельницкий курьерской компанией Автолюкс или транспортом завода без предоплаты в течении 1-3 дней после заказа. Стоимость доставки 1425 грн.